উসমানী খিলাফতের ইতিকথা
এ. কে. এম. নাজির আহমদ
আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের মুসলিমদের বিরাট অংশ খিলাফতে রাশেদা, বানু উমাইয়া খিলাফয়াত ও বানুল আব্বাস খিলাফাত সম্পর্কে যতটুকু অবহিত, উসমানী খিলাফাত সম্পর্কে ততটুকু অবহিত নন। অথচ মুসলিম উম্মাহর গৌরবোজ্জল ইতিহাসের বিরাট অংশ জুড়ে রয়েছে উসমানী খিলাফাত। একাধারে ছয়শত ছত্রিশ বছর ধরে এই খিলাফাত এশীয়া, ইউরোপ ও আফ্রিকার সুবিস্তৃত অঞ্চলের মানুষের কল্যাণের উৎস হিসেবে ভূমিকা পালন করেছে। পুরোপুরি না হলেও প্রথম ভাগের উসমানী খালীফাগণ আল-কুরআনের বহুবিধ বিধান তাঁদের ব্যাগতিগত জীবন ও সামাজিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করেছেন। ফলে তাঁদের জন্য অগ্রগতির রাজপথ উন্মুক্ত হয়ে গিয়েছিলো। দুঃখের বিষয় পরবর্তী কালের খালীফাগণ আল-কুরআনের শিক্ষার প্রতি উদাসীন হয়ে পড়েন। ফলে তাঁরা ও তাঁদের শাসিতরা অচিরেই জাহিলিয়াতের শীকারে পরিণত হন। তাঁদের উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়, পতন নিশ্চিত হয়ে পড়ে।
এই পুস্তিকায় আমি উসমানী খিলাফাতের উত্থান ও পতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছি যাতে সম্মানিত পাঠকগণ অল্প সময় খরচ করে একটি দীর্ঘ ইতিহাসের সার-সংক্ষেপের সাথে পরিচিত হতে পারেন।
এ. কে. এম. নাজির আহমদ
উসমানী খিলাফাত
উসমানী খিলাফাত মুসলিম উম্মার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বানুল আব্বাস খিলাফাতের পতনের পর এই খিলাফাত প্রতিষ্ঠিত হয়। যেই বছর তাতার সমর নায়ক হালাকু খান বানুল আব্বাস খিলাফাতের রাজধানী বাগদাদ নগরী ধ্বংস করেন, সেই বছরই জন্মগ্রহণ করেন উসমানী খিলাফাতের প্রতিষ্ঠাতা উসমান। ১২৮৮ খ্রিষ্টাব্দে তিনি মসনদে বসেন। তখন থেকে শুরু করে ১৯২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ৩৭ জন খালীফা ৬৩৬ বছর উসমানী খিলাফাত পরিচালনা করেন।
উসমানী খালীফাগণ হচ্ছেন-
১। উসমান (১২৮৮-১৩২৬)
২। ওরখান (১৩২৬-১৩৫৯)
৩। প্রথম মুরাদ (১৩৫৯-১৩৮৯)
৪। প্রথম বায়েজিদ (১৩৮৯-১৪০৩)
৫। প্রথম মুহাম্মাদ (১৪০৩-১৪২১)
৬। দ্বিতীয় মুরাদ (১৪২১-১৪৫১)
৭। দ্বিতীয় মুহাম্মাদ (১৪৫১-১৪৮১)
৮। দ্বিতীয় বায়েজিদ (১৪৮১-১৫১২)
৯। প্রথম সলিম (১৫১২-১৫২৪)
১০। প্রথম সুলাইমান (১৫২৪-১৫৬৬)
১১। দ্বিতীয় সলিম (১৫৬৬-১৫৭৪)
১২। তৃতীয় মুরাদ (১৫৭৪-১৫৯৫)
১৩। তৃতীয় মুহাম্মাদ (১৫৯৫-১৬০৩)
১৪। প্রথম আহমাদ (১৬০৩-১৬১৭)
১৫। প্রথম মুস্তাফা (১৬১৭-তিনমাস)
১৬। দ্বিতীয় উসমান (১৬১৭-১৬২৩)
১৭। চতুর্থ মুরাদ (১৬২৪-১৬৪০)
১৮। প্রথম ইবরাহীম (১৬৪০-১৬৪৮)
১৯। চতুর্থ ইবরাহীম (১৬৪৮-১৬৮৭)
২০। দ্বিতীয় সুলাইমান (১৬৮৭-১৬৯১)
২১। দ্বিতীয় আহমাদ (১৬৯১-১৬৯৫)
২২। দ্বিতীয় মুস্তাফা (১৬৯৫-১৭০৩)
২৩। তৃতীয় আহমাদ (১৭০৩-১৭৩০)
২৪। প্রথম মাহমুদ (১৭৩০-১৭৫৪)
২৫। তৃতীয় উসমান (১৭৫৪-১৭৫৭)
২৬। তৃতীয় মুস্তাফা (১৭৫৭-১৭৭৩)
২৭। প্রথম আবদুল হামিদ (১৭৭৩-১৭৮৯)
২৮। তৃতীয় সলিম (১৭৮৯-১৮০৭)
২৯। চতুর্থ মুস্তাফা (১৮০৭০১৮০৮)
৩০। দ্বিতীয় মাহমুদ (১৮০৮-১৮৩৯)
৩১। প্রথম আবদুল মজিদ (১৮৩৯-১৮৬১)
৩২। আবদুল আযীয (১৮৬১-১৮৭১)
৩৩। পঞ্চম মুরাদ (১৮৭১-১৮৭৬)
৩৪। দ্বিতীয় আবদুল হামিদ (১৮৭৬-১৯০৯)
৩৫। পঞ্চম মুহাম্মদ (১৯০৯-১৯১৮)
৩৬। ষষ্ঠ মুহাম্মদ (১৯১৮-১৯২২)
৩৭। দ্বিতীয় আবদুল মজিদ (১৯২২-১৯২৪)