সেয়াহ সেত্তা ও সংকলকবৃন্দ
এবার সেয়াহ সেত্তা ও তার সংকলক বৃন্দের পুরো নাম, জন্ম ও মৃত্যু সন দেয়া হল।
নং | গ্রন্থের নাম | সংকলকদের পুরো নাম | জন্ম | মৃত্যু |
১ | বোখারী শরীফ | আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী | ১৯৪ হি | ২৫৬ হি |
২ | মুসলিম শরীফ | আবুল হোসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল-কুশাঈরীরী আল নিশাপুরী | ২০৬ হি | ২৬১ হি |
৩ | তিরমিজী শরীফ | ইমাম আবু ঈসা তিরমিজী | ২০৯ হি | ২৭৯ হি |
৪ | আবু দাউদ শরীফ | ইমাম আবু দাউদ সাজিস্তানী | ২০২ হি | ২৬১ হি |
৫ | নাসায়ী শরীফ | ইমাম আহামদ ইবনে শোয়াইব নাসায়ী | ২১৫ হি | ৩৪৩ হি |
৬ | ইবনে মাজাহ শরীফ | ইমাম মুহাম্মদ ইবনে ইয়াযীদ ইবনে সাজাহ কাযবীনি | ২০৯ হি | ২৭৩ হি |
সেয়াহ সেত্তা ছাড়া যে হাদীস গ্রন্থগুলি উল্লেখযোগ্য
নং | গ্রন্থের নাম | সংকলকের নাম | রচনা কাল |
১ | আল মুয়াত্তা | ইমাম ইবনে মালেক | – |
২ | সুনানে দারেমী | ইমাম ইবনে আবদুল্লাহ বিন আবদুর রহমান সমরকন্দী দারেমী।(বর্তমানে উজবেকিস্তানের অন্তর্গত) | – |
৩ | সহীহ ইবনে খুজাইমা | আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসহাক | ৩১১ হি |
৪ | সহীহ ইবনে হিব্বান | আবু হাতেম মুহাম্মদ বিন হিব্বান বোস্তী | ৩৫৪ হি |
৫ | আল মোস্তাদরক | হাকেম আবু আবদুল্লাহ নিশাপুরী | ৪০২ হি |
৬ | আল মুখতারা | জিয়াউদ্দীন মাকছেদী | ৭৪৩ হি |
৭ | সহীহ আবু আওয়ানাহ | ইয়াকুব ইবনে ইসহাক | ৩১১ হি |
৮ | আল মোনাকাতা | ইবনুল জারুদ আবদুল্লাহ ইবনে আলী | – |
ইমাম বোখারী (রঃ) এর উপাধি
হাদীস সংগ্রহ সংকলন ও সংরক্ষণে অনন্য ও অনবদ্য অবদানের জন্য ইমাম বোখারী(রঃ) ‘ইমামুল মুহাদ্দেসীন’ ও ‘আমিরুল মুমিনীন ফীল হাদীস’ উপাধিতে ভূষিত হন।
বোখারী শরীফে হাদীসের সংখ্যা
বোখারী শরীফে একাধিকবার উদ্ধৃত হাদীসসহ সর্বমোট হাদীস হচ্ছে ৯০৮২ টি। এর ভেতর থেকে মুয়ালিক,মুতাবিয়াত ও মওকুফ বাদ দিলে মোট সংখ্যা দাঁড়ায় ৭৩৯৭ টি। আর একাধিকবার উল্লেখিত হাদীস বাদ দিলে মোট হয় ২০৬২ টি। অন্য এক হিসাবে পাওয়া যায় হাদীসের সংখ্যা ২৭৬১ টি।
ইমাম বোখারীর প্রধান প্রধান ছাত্রের নাম ও মৃত্যুর তারিখ
১। ইব্রাহীম ইবনে মা’কাল ইবনুল হাজ্জাজ আন নাসাফী(মৃ ২৯৪ হি)
২। হাম্মাদ ইবনে শাকের নাসাফী(মৃ ৩১১ হি)
৩। মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফারবারী(মৃ ৩২০ হি)
৪। আবু তালহা মনসুর ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে করীমা আল বজদুবী(মৃ ৩২৯ হি)
মুসলিম শরীফের হাদীস সংখ্যা
এ গ্রন্থে সর্বমোট বারো হাজার হাদীস লিপিবদ্ধ আছে। একাধিকবার উদ্ধৃত হাদীস এর অন্তর্ভুক্ত। আর এ বাদ দিয়ে হিসেব করলে হাদীসের সংখ্যা দাঁড়ায় প্রায় চার হাজার।
সুনানে আবু দাউদ শরীফে হাদীস সংখ্যা
ইমাম আবু দাউদ পাঁচ লক্ষ হাদীস হতে যাচাই বাচাই ও চয়ন করে এই গ্রন্থে মোট ৪৮০০ টি হাদীস স্থান দিয়েছেন।
আল মোয়াত্তার হাদীস সংখ্যা
মোয়াত্তা ইমাম মালেক বর্ণিত হাদীসের সংখ্যা ১৭০০ টি।
মুত্তাফাকুন আলাইহি
মুত্তাফাকুন আলাইহি হাদীসের সংখ্যা ২৩২৬ টি।এক পরিসংখ্যানে দেখা যায় সাহাবীদের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার।
সপ্তম শতকের ভারতীয় মুহাদ্দিস
সপ্তম শতকে আমাদের এই উপমহাদেশে যে সমস্ত মুহাদ্দিস ছিলেন তাদের কয়েক জনের নাম এবং মৃত্যু তারিখ উল্লেখ করছি-
১। শায়খ বাহাউদ্দীন যাকারিয়া মুলতানী(মৃ ৬৬৬ হি)
২। কাজী মিনহাজুল সিরাজ জুজানী(মৃ ৬৬৮ হি)
৩। বুরহান উদ্দীন মাহমুদ ইবনে আবুল খায়ের আসাদ বলখী(মৃ ৬৮৭ হি)
৪। কামাল উদ্দীন জাহিদ(মৃ ৬৮৪ হি)
৫। রাজী উদ্দীন বদায়ুনী(মৃ ৭০০ হি)
৬। শরফুদ্দীন আবু তাওয়াম বোখারী হাম্বলী(মৃ ৭০০ হি)
ভারত উপমহাদেশের প্রখ্যাত পাঁচজন মুহাদ্দিসের নাম
১। শাহ ওয়ালী উল্লাহ দেহলবী(রঃ)
২। শায়খ আবদুল আজিজ দেহলবী(রঃ)
৩। শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেহলবী(রঃ)
৪। শায়খ মুহাম্মদ ইসহাক দেহলবী(রঃ)
৫। শায়খ আবদুল হক মুহাদ্দেস দেহলবী(রঃ)
ইমাম বোখারী(রঃ)
ইমাম বোখারীর পূর্ণ নাম হল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম। তিনি বোখারা (বর্তমানে রাশিয়া) নগরে ১৯৪ হিজরীর ১ শাওয়াল শুক্রবার দিন জন্মগ্রহণ করেন। ছোট অবস্থায় তার পিতা মারা যান। মায়ের আদর যত্নেই তিনি মানুষ হন। দশ বছর বয়সের সময় হতেই তিনি হাদীস অধ্যয়নে মন দেন এবং একদিন সাফল্যের স্বর্ণশিখরে আরোহন করেন।
ইমাম বোখারী খরতংকে (সমরকন্দের নিকট) শহরে ২৫৬ হিজরী সনের ৩০ শে রজব ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন।
ইমাম মুসলিম (রঃ)
ইমাম মুসলিমের পূর্ণ নাম হচ্ছে আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরী আন নিশাপুরী। তিনি ২০৪ হিজরী সনে খোরাসানের নিশাপুরে জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকেই তিনি হাদীস শিক্ষায় মন দেন। ইমাম বোখারী নিশাপুর উপস্থিত হলে ইমাম মুসলিম তার সঙ্গ নেন। পরে তিনি হাদীস সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী হন। ইমাম মুসলিম ২৬১ হিজরী সনে ৫৭ বছর বয়সে নিশাপুরে ইন্তেকাল করেন।
ইমাম নাসায়ী (রঃ)
ইমাম নাসায়ীর পূর্ব নাম আবদুর রহমান আহমদ ইবনে শুয়াইব ইবনে আলী ইবনে বহর ইবনে মান্নান ইবনে ইবনে দীনার আল নাসায়ী।খোরাসানের অন্তর্গত ‘নাসা’ নামক শহরে ২১৫ হিজরী সনে তিনি জন্ম গ্রহণ করেন। ১৫ বছর বয়সেই তিনি হাদীস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশ্যে গৃহ ত্যাগ করেন। ইনি হাদীসের বড় হাফেজ ছিলেন। ইমাম নাসায়ী(রঃ) মক্কায় হিজরী ৩০৩ সনে ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন।
ইমাম আবু দাউদ(রঃ)
ইমাম আবু দাউদের পূর্ণ নাম সুলাইমান ইবনুল আশখাস ইবনে ইসহাক আল আসাদী আস সিজিস্তানী।কান্দাহার ও চিশত এর নিকট সীস্তান নামক এক স্থানে তিনি ২০২ হিজরী সনে জন্মগ্রহণ করেন। হাদীস শিক্ষার জন্য তিনি মিশর,সিরিয়া,হিজাজ,ইরাক ও খোরাসান প্রভৃতি প্রখ্যাত হাদীস কেন্দ্রসমূহ ভ্রমণ করেন এবং হাদীসে অসাধারণ জ্ঞান ও গভীর পান্ডিত্য লাভ করেন।
ইমাম তিরমিযী(রঃ)
ইমাম তিরমিযীর পূর্ণ নাম আল ইমামুল হাফেজ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সওরাতা ইবনে মুসা ইবনে সুলামী আত তিরমিযী।জীহুল নদীর বেলা ভূমে অবস্থিত তিরমিয নামক প্রাচীন শহরে তিনি ২০৯ হিজরী সনে জন্মগ্রহণ করেন। তিনি হাদীস শ্রবণ ও সংগ্রহের উদ্দেশ্যে কুফা,বসরা,রাই,খোরাসান, ইরাক ও হিজাজ ভ্রমণ করেন এবং হাদীসের অপরিসীম জ্ঞানের অধিকারী হন। তিনি ২৭৯ হিজরী সনে তিরমিযি শহরেই সত্তর বয়সে ইন্তেকাল করেন।
ইমাম ইবনে মাজাহ(রঃ)
ইমাম ইবনে মাজাহ’র পূর্ণ নাম আবু আবদুল্লাহ ইবনে ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে মাজাহ আল কারভীনি। তিনি ২০৯ হিজরী সনে কাজভীন নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি হাদীস শিক্ষা ও সংগ্রহের জন্য মদীনা, মক্কা, কুফা, বসরা, বাগদাদ, ওয়ামত, দামেশক, হিমস, মিশর, তিন্নীস, ইসফাহান, নিশাপুর প্রভৃতি হাদীসের কেন্দ্রসমূহ ভ্রমণ করেন। তিনি বহু গ্রন্থও লিখেছেন। হাদীসের ওপর নির্ভর করে তিনি কোরআন মজীদের একখানি বিরাট তাফসীরও লিখেছেন। তিনি ২৭৩ হিজরী সনের সোমবার ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন।
— সমাপ্ত —