ইন্তিকাল
হাজী শরীয়তুল্লাহ ছিলেন বাংলার মুসলমানদের জন্যে এক সাহসী পুরুষ! তাঁর সমগ্র জীবনটাই ছিলো সংগ্রামের এক দীপ্তশিখা।
তিনি ছিলেন মুসলমানদের জন্যে, সেই চরম দুঃসময়ে একজন নির্ভরযোগ্য অভিভাবক।
ছিলেন সত্যের সৈনিক।
তাঁর হৃদয়ে ছিলো ইসলামের জন্যে অফুরন্ত ভালোবাসা।
অঢেল প্রেম ছিলো তাঁর দেশের জন্যে।
মানুষের জন্যে।
আর তাই তাদেরকে আঁধার থেকে আলোয় আনার জন্যে হাজী শরীয়তুল্লাহ সারাটি জীবন অপ্রাণ চেষ্টা করে গেছেন।
আঠারো শো চল্লিশ সাল।
দিনটি ছিলো আঠাশে জানুয়ারী।
দীর্ঘ সংগ্রামী জীবনের অবসান ঘটিয়ে এই বছর বিদায় নিলেন বাংলার প্রাণপ্রিয় নেতা, ইসলামী আন্দোলনের এক নির্ভীক ও নিবেদিত মুজাহিদ – হাজী শরীয়তুল্লাহ।
ইন্তিকালের পর তাঁর প্রিয় জন্মভূমি ফরিদপুরের শামাইলে ঘুমিয়ে আছেন তিনি।
সত্যিই কি ঘুমিয়ে আছেন?
না! এইতো শত বছর পরও আমাদের চেতনার দুয়ারে বার বার কড়া নেড়ে যাচ্ছেন একজন।
আমাদের সংগ্রামে, আমাদের জাগরণে, আমাদের অনুভবে এবং আমাদের চলার পথে তিনি আছেন সাহসের মশালহাতে নিয়ে!
আমাদের সকল সংগ্রাম ও আন্দোলনের প্রেরণার উৎস হিসেবে জেগে আছেন হাজী শরীয়তুল্লাহ!
তাঁর মতো ক্ষণজন্মা পুরুষেরা কখনো মরেন না।
তাদের কোনো মৃত্যু নেই।
যুগ যুগ ধরে বেঁচে থাকেনতাঁরা মানুষের চেতনায়।
মানুষের ভালোবাসায়। মানুষের শ্রদ্ধায়।
যেমন বেঁচে আছেন আমাদের সংগ্রামের উজ্জ্বল পুরুষ- হাজী শরীয়তুল্লাহ!
ফরায়েজী আন্দোলন নিয়ে
কৃষক কবিদের পুঁথি থেকে
“মহরমে এমামহাছেন হোছেনের।
হায় হায় জারি ছিল মশরেকগণের।
পাঁচ পীরের নামেতে মোকাম উঠাইয়া
উপবাস করিত সে সকলে মিলিয়া
……………….
লাগাছ গাড়িত বাড়ীর চারিধার।
সেসব বেদাত এসে হইল মেছমার।
হাজি শরীয়তুল্লঅহ হেথা তশরিফ আনিয়া।
দীন জারি করিলেন বাঙ্গালা জুড়িয়া।
বংশ তালিকা
হাজী শরীয়তুল্লাহ (১)
মোহসেন উদ্দীন আহমদ (দুদু মিয়া) (২) (জন্ম: ১৮১৯, মৃত্যু ১৮৬২)
মাওঃ গিয়াস উদ্দীন হায়দার
আঃ গাফফার (নয়া মিয়া) মৃত্যু-১৮৮৪
সাঈদ উদ্দীন আহমদ (৩) মৃত্যু-১৯০৬
আবা খালেদ রশীদ উদ্দীন আহমদ (৪) (পীর বাদশাহ মিয়া) মৃত্যু-১৯৬০
আবু ওয়অছে রাজিউদ্দীন আহমদ (নওয়াব মিয়া)
আবুল হাফজ মোহসেন উদ্দীন আহমদ (দুদু মিয়া) (৫)
আবু ইয়াহ্ইয়অ মহিউদ্দীন আহ দ (দাদা মিয়া)
আবুল কালাম মঈনুদ্দীন আহমদ (জোবায়ের)
খলিল উল্লাহ (হুমায়ুন)
সালাহউদ্দীন ্াহমদ
আদনান আহমদ
তুরহান আহমদ
সোহেলকাদার
ইউসুসুফ কাদার
পাপ্পু
আবুল হাসানাত মোহসলেহ উদ্দীন আহমাদ (আবা বকর)
মোয়াজ্জে উদ্দীন আহমাদ (মাহমুদ)
আবু হাসান (শোয়াইব)
হাসিব উদ্দীন আহমদ
শরফুদ্দীন আহমদ (জোনায়েদ)
রাজী উদ্দীন আহমাদ (আবা বকর) বেনে আমীন)
রশীদ উদ্দীন আহমাদ (ইয়াহইয়অ)
মহীব উদ্দীন আহমাদ (মুনাদ)
মবিন উদ্দীন আহমদ (নওশি)
হাজী শরীয়তুল্লাহ : বিলুপ্ত কবরের এপটাফ
রাজধানী কেন্দ্রস্থলে বংশালে জীর্ণ অবস্থায় পড়ে আছে ফরায়েজী আন্দোলনের দ্বিতীয় পুরুষ দুদু মিয়ার কবরটি।