গ্রন্থপঞ্জী
এই গ্রন্থে যেসব মৌলিক গ্রন্থালীর হাদীস উদ্ধৃত করা হইয়াছে সে সবের নাম ও সংক্ষিপ্ত পরিচয়
১.বুখারী শরীফ-আবু আবদুল্লাহ্ মুহাম্মাদ ইবনে ইসরাঈল ইবনে ইবরাহীম বুখারী। জন্মঃ১৩ শওয়াল, ১৯৩ হিজরী।
২.মুসলিম শরীফ-আবু আবদুর রাহমান আহমাদ ইবনে শুয়াইব ইবনে আলী ইবনে বাহ্র ইবনে দীনার আন্-নাসায়ী। জন্মঃ২১৫হিজরী।
৪,সুনামে আবু দাউদ-সুলায়মান ইবনুল আশ্য়াস ইবনে ইসহাক আল আসাদী আস্ সিজিস্তানী। জন্মঃ২০২হিজরী।
৫.জামে তিরমিযী-আবু ঈসা মুহাম্মাদ ইবনে ঈসা ইবনে সওরাতা ইবনে মুসা ইবনে জাহাকুস্সলামী আত-তিরমিযী। জন্মঃ২০৯ হিজরী।
৬.সুনামে ইবনে মাজাহ্-আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনে ইয়াবিদ ইবনে আবদুল্লাহ ইবনে মাজাহ্ আল-কাজভীনী।
৭.মুয়াত্তা ইমাম মালিক ইবনে আনাস। জন্মঃ ৯৩ হিজরী।
৮.মুস্তাদরাক হাকেম-হাকেম নিশাপুরী।
৯.দারেকুতনী-আলী ইবনে উমর ইবনে আহ্মদ। জন্মঃ হিজরী।
১০.মুসনাদে আহ্মদ-ইমাম আহ্মদ ইবনে হাম্বল। জন্মঃ ১৬৪ হিজরী।
১১.মুসান্নাফ ইবনে শায়বা-আবু বকর ইবনে শায়বা।
১২.ইবনে খুযায়মা-মুহাম্মাদ ইবনে ইস্হাক আবু বকর ইবনে খুযায়মা নিশাপুরী। ইন্তেকালঃ ৩১১ হিজরী।
১৩.সুনামে দারেমী-ইমাম দারেমী।
১৪.তাবারানী-আবুল কাশেম সুলায়মান ইবনে আহ্সান আত্তাবারানী। তাঁহার হাদীস গ্রন্থ তিনটি ভাগে বিভক্ত (১) আল-কবীর, (২)আল-আওসাত (৩) আস্-সগীর।
১৫.তাহাভী-আবু জাফর আহ্মদ ইবনে মুহাম্মাদ আত্-তাহাভী।
১৬.বায়হাকী-আস্-সুনানুল কুবরা, আহ্মদ ইবনে হুসাইন আল-বায়হাকী। মৃত্যুঃ ৪৫ ৮হিজরী।
১৭.মুসনাদে শাফেয়ী- কিতাবুল উম্ম, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মাদ আশ্ শাফেয়ী। জন্মঃ ১৫০ হিজরী। মৃত্যুঃ ২০৪।
১৮.ইবনে হাব্বান- মুসনাদে ইবনে হাব্বান।
১৯.তায়ালীসী-আবু দাইদ তায়ালীসী।
২০.আল-মুনযিরী-মুসনাদ আল-মুনযিরী।
২১.মুয়াত্তা মুহাম্মাদ- ইবনুল হাসান আশ্-শায়বানী।
২২.কিতাবুল আ-সা-মুহাম্মাদ ইবনুল হাসান।