জামায়াত অনলাইন লাইব্রেরি
  • নীড়
  • সংক্ষিপ্ত পরিচিতি
  • বিভাগ ভিত্তিক
    • আল কুরআন
    • আল হাদিস
    • ফিকাহ
    • ঈমান
    • ইসলাম
    • পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক
    • আন্দোলন ও সংগঠন
    • সীরাত ও ইতিহাস
    • সীরাতে সাহাবা
    • মহিলাদের বিশেষ বই
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিবিধ
  • রুকন সিলেবাস
    • রুকন সিলেবাস (স্বল্প শিক্ষিত)
    • রুকন সিলেবাস (শিক্ষিত)
  • কর্মী সিলেবাস
  • বাৎসরিক পাঠ্যসূচি
    • বাৎসরিক পাঠ্যসূচি (শিক্ষিত)
    • বাৎসরিক পাঠ্যসূচি (স্বল্প শিক্ষিত)
  • উচ্চতর অধ্যয়ন
  • অডিও বই
  • অন্যান্য
    • দারসুল কুরআন
    • দারসুল হাদিস
    • আলোচনা নোট
    • বইনোট
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুলেটিন
    • স্মারক
    • ম্যাগাজিন
    • এপস
    • রিপোর্ট বই
    • ছাত্রী সিলেবাস
কোন ফলাফল নেই
সকল ফলাফল দেখুন
  • নীড়
  • সংক্ষিপ্ত পরিচিতি
  • বিভাগ ভিত্তিক
    • আল কুরআন
    • আল হাদিস
    • ফিকাহ
    • ঈমান
    • ইসলাম
    • পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক
    • আন্দোলন ও সংগঠন
    • সীরাত ও ইতিহাস
    • সীরাতে সাহাবা
    • মহিলাদের বিশেষ বই
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিবিধ
  • রুকন সিলেবাস
    • রুকন সিলেবাস (স্বল্প শিক্ষিত)
    • রুকন সিলেবাস (শিক্ষিত)
  • কর্মী সিলেবাস
  • বাৎসরিক পাঠ্যসূচি
    • বাৎসরিক পাঠ্যসূচি (শিক্ষিত)
    • বাৎসরিক পাঠ্যসূচি (স্বল্প শিক্ষিত)
  • উচ্চতর অধ্যয়ন
  • অডিও বই
  • অন্যান্য
    • দারসুল কুরআন
    • দারসুল হাদিস
    • আলোচনা নোট
    • বইনোট
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুলেটিন
    • স্মারক
    • ম্যাগাজিন
    • এপস
    • রিপোর্ট বই
    • ছাত্রী সিলেবাস
জামায়াত অনলাইন লাইব্রেরি

বাংলার মুসলমানদের ইতিহাস

অন্তর্গতঃ uncategorized
Share on FacebookShare on Twitter

সূচীপত্র

  1. গ্রন্থকারের কথা
  2. প্রথম অধ্যায়
    1. বাংলায় মুসলমানদের আগমন
  3. দ্বিতীয় অধ্যায়
    1. বিজয়ীর বেশে মুসলমান
    2. বাংলায় মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠা
    3. বাংলার স্বাধীন সুলতানগণ
    4. রাজা গনেশ
    5. ইলিয়াস শাহী বংশ
    6. হিন্দুজাতির পুনরুত্থান
    7. গশেণের বংশ
    8. ইলিয়াস শাহী বংশের পুনরুত্থান
    9. বাংলার মসনদে হাবশী সুলতান
    10. হোসেন শাহ
    11. শ্রীচৈতন্য
    12. হোসেন শাহী বংশ
  4. তৃতীয় অধ্যায়
    1. ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাংলায় আগমন
    2. মীর জুমলা থেকে সিরাজদ্দৌলা
    3. নবাব শায়েস্তা খান
    4. ফিদা খান ও যুবরাজ মুহাম্মদ আজম
    5. সুবাদার ইব্রাহীম খান
    6. সুবাদার আজিমুশশান
    7. মুর্শিদ কুলী খান
    8. সুজাউদ্দীন
    9. সরফরাজ খান
    10. আলীবর্দী খান
    11. সিরাজদ্দৌলা
  5. চতুর্থ অধ্যায়
    1. বাংলার মুসলিম শাসন বিলুপ্তির পশ্চাৎ পটভূমি
    2. মুসলমানদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা
    3. বাংলার পতনের রাজনৈতিক কারণ
    4. বাংলায় ইংরেজদের রাজনৈতিক ক্ষমতালাভের উচ্চভিলাষ
    5. ফলতার ইংরেজগণ
  6. পঞ্চম অধ্যায়
    1. ইংরেজদের আক্রমণ ও নবাবের পরাজয়
    2. সিরাজদ্দৌলার পতনের পর বাংলার অর্থনৈতিক অবস্থা
  7. ৬ষ্ঠ অধ্যায়
    1. মুসলিম সমাজের দুর্দশা
    2. ১. নবাব
    3. ২। সম্ভ্রান্ত বা উচ্চশ্রেণীর মুসলমান
    4. ৩। নিম্নশেণীর মুসলমানঃ কৃষক ও তাঁতী
    5. তাঁতী
    6. হিন্দু মুসলিম সম্পর্কঃ ধর্ম ও সংস্কৃতি
    7.  সাম্প্রদায়িক সংঘর্ষ
  8. সপ্তম অধ্যায়
    1. মুসলমানদের ঐতিহ্যবাহী শিক্ষাদীক্ষা
    2. ইংরেজদের আগমনের পর
    3. খৃস্টান মিশনারী ও ইংরেজী শিক্ষার সূচনা
    4. বাংলার মুসলমান ও বোধনকৃত নতুন বাংলা ভাষা
    5. আধুনিক বাংলা সাহিত্য ও সাম্প্রদায়িকতা
  9. অষ্টম অধ্যায়
    1. আধুনিক বাংলা সাহিত্য ও মুসলমান
    2. উনবিংশ শতকে মুসলমান
      1. মুসলমান চরম অগ্নি পরীক্ষার মুখে
      2. ফকীর আন্দোলন
  10. নবম অধ্যায়
    1. ফারায়েজী আন্দোলন
  11. দশম অধ্যায়
    1. শহীদ তিতুমীর
    2. কোলকাতায় জমিদারদের ষড়যন্ত্র সভা
    3. আলেকজান্ডারের রিপোর্ট ও তার প্রতিক্রিয়া
  12. একাদশ অধ্যায়
    1. সাইয়েদ আদমদ শহীদের জেহাদী আন্দোলন
    2. মুহাম্মদ বিন ওয়াহহাব
    3. শাহ ওয়ালীউল্লাহ
    4. শাহ আবদুল আযীয দেহলভী (রহ)
    5. শাহ ওয়ালিউল্লাহর বংশ তালিকা
    6. সাইয়েদ আহমদ শহীদ
    7. বালাকোট বিপর্যয়ের কারণ
    8. বালাকোটের বিপর্যয়ের পর
    9. মওলানা বেলায়েত আলী
    10. বিপ্লবী আহমদুল্লাহ
    11. মওলানা ইয়াহইয়া আলী
    12. মওলানা ইমামুদ্দীন
    13. সূফী নূর মুহাম্মদ নিযামপুরী
  13. দ্বাদশ অধ্যায়
    1. বৃটিশ ভারতে প্রথম আযাদী সংগ্রাম
  14. ত্রয়োদশ অধ্যায়
    1. স্যার সাইয়েদ আহমদ খান
    2. আর্য সমাজ
    3. ভারতীয় জাতীয় কংগ্রেস
    4. বাল গংগাধর তিলক
  15. চতুর্দশ অধ্যায়
    1. বংগভংগ রদ ও তার প্রতিক্রিয়া
  16. পঞ্চদশ অধ্যায়
    1. উনিশ শ’ ছয় থেকে ছত্রিশ
    2. খেলাফত আন্দোলন
    3. হিজরত আন্দোলন
    4. মোপলা বিদ্রোহ
    5. ইসলাম ধর্ম ও মুসলমানদের উপর সুপরিকল্পিত হামলা
    6. সংগঠন আন্দোলন
    7. মুসলিম অধ্যুষিত অঞ্চলের স্বাতন্ত্র দাবী
    8. সর্বদলীয় সম্মেলন
    9. মুহাম্মদ আলী জিন্নাহর ঐতিহাসিক চৌদ্দ দফা
    10. সাইমন কমিশন
    11. গোলটেবিল বৈঠক
    12. দ্বিতীয় গোলটেবিল বৈঠক
    13. তৃতীয় গোলটেবিল বৈঠক
    14. পুনাচুক্তি
    15. ভারত শাসন আইন
  17. দ্বিতীয় ভাগ
  18. প্রথম অধ্যায়
    1. ভারত শাসন আইন, ১৯৩৫ (Govt. of India Act, 1935)
    2. প্রাদেশিক পরিষদ নির্বাচন
    3. রক্ষাকবচ প্রশ্নে অচলাবস্থা সৃষ্টি
    4. নির্বাচনের ফলাফল
    5. বাংলা
    6. পাঞ্জাব
    7. সিন্ধু
    8. আসাম
  19. দ্বিতীয় অধ্যায়
    1. প্রদেশগুলোতে কংগ্রেস মন্ত্রীসভা
      1. প্রদেশগুলোতে কংগ্রেস শাসন
      2. কোয়ালিশন সরকার গঠনে অস্বীকৃতি
    2. কংগ্রেস শাসন এবং মুসলমান
      1. পীরপুর রিপোর্ট
      2. ফজলুল হক সাহেবের বিবৃতি
      3. বিভিন্ন পত্রিকার অভিমত
      4. ওয়ার্ধা শিক্ষা প্রকল্প
  20. তৃতীয় অধ্যায়
    1. মুসলিম লীগ-কংগ্রেস আলোচনা
  21. চতুর্থ অধ্যায়
    1. পাকিস্তান আন্দোলন
      1. কংগ্রেসের প্রতিষ্ঠা
      2. উপমহাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, তার উখান ও পতন
      3. ইসলামের সহজাত ও স্বাভাবিক বৈশিষ্ট্য
      4. মুসলমান একটি জাতি
      5. হিন্দুদের বিরোধিতা
      6. পাকিস্তানের চিন্তাভাবনা
  22. ষষ্ঠ অধ্যায়
    1. পাকিস্তান আন্দোলনের বিরোধিতা
      1. ব্রিটিশ সরকারের আগস্ট প্রস্তাব
      2.  কংগ্রেসের অসহযোগ আন্দোলন ও মুসলমান 
      3. লিবারাল পার্টি প্রস্তাব-১৯৪১
      4. গান্ধীর প্রতিক্রিয়া
      5. প্রতিরক্ষা পরিষদ (Defence Council) গঠন
  23. অষ্টম অধ্যায়
    1. ক্রিপস মিশন
      1. ভারতীয়তের প্রতিক্রিয়া
      2. ক্রিপস মিশনের ব্যর্থতার পর
      3. ক্রিপসের বেতার ভাষণ
      4. ‘ভারত ছাড়’ আন্দোলন (Quite India Movement)
      5. সি, আর ফর্মূলা
      6. সি, আর ফর্মূলার ব্যর্থতার কারণ
      7. সাপ্রু প্রস্তাব
      8. দেশাই-লিয়াকত চুক্তি
  24. নবম অধ্যায়
    1. ওয়াবেল পরিকল্পনা ১৯৪৫
      1. শিমলা সম্মেলন
      2. ব্যর্থতার কারণ
      3. সাধারণ নির্বাচন
  25. দশম অধ্যায়
    1. কেবিনেট মিশন পরিকল্পনা
      1. লীগ প্রতিক্রিয়া
  26. একাদশ অধ্যায়
    1. ডাইরেক্ট অ্যাকশন
      1. আবুল কালাম আজাদের বক্তব্য
      2. মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশনের পর
  27. দ্বাদশ অধ্যায়
    1. একজেকিউটিভ কাউন্সিলে লীগের যোগদান
      1. কংগ্রেস
      2. মুসলিম লীগ
      3. সংখ্যালঘু
      4. কোয়ালিশন সরকার
  28. ত্রয়োদশ অধ্যায়
    1. গণপরিষদ
  29. চতুর্দশ অধ্যায়
    1. মাউন্টব্যাটেন মিশন
      1. তেসরা জুন পরিকল্পনার ক্রমবিকাশ
      2. একটি প্রশ্ন যা মনকে আলোড়িত করে
  30. পঞ্চম অধ্যায়
    1. ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া
      1. বড়োলাটগিরি নিয়ে ক্যানভাসিং ও বিতর্ক
      2. জুন ৩ পরিকল্পনা বাস্তবায়ন
  31. ষষ্ঠদশ অধ্যায়
    1. উপসংহার
      1. ইসলামী জীবনব্যবস্থা
      2. ইসলামে জাতীয়তার ধারণা
      3. স্বাধীন সমাজ ব্যবস্থা
      4. ইসলামের সহজাত বৈশিষ্ট্য
      5. উপমহাদেশে ইসলামী আইন-শাসন প্রতিষ্ঠা
  32. তথ্যসূত্র

ত্রয়োদশ অধ্যায়

গণপরিষদ

জুলাই ১৯৪৬-এর শেষে গণপরিষদের ২৯৬ জন প্রতিনিধি নির্বাচিত হন। নয়টি আসন ব্যতীত সকল সাধারণ আসনে কংগ্রেস জয়ী হয় এবং পাঁচটি আসন ব্যতীত সকল মুসলিম আসনে লীগ জয়ী হয় এবং পাঁচটি আসন ব্যতীত সকল মুসলিম আসনে লীগ জয়ী হয়। গণ পরিষদের প্রথম অধিবেশন ৯ই ডিসেম্বর ১৯৪৬ হওয়ার কথা। কিন্তু লীগ এতে অংশগ্রহণে অস্বীকৃতি জানায়। এমনকি একে বৈধ বলে স্বীকার করতে রাজী না যতোক্ষণ না কেবিনেট মিশনের ১৬ই মে’র বিবৃতির ১৯ অনুচ্ছেদের মুসলিম লীগ কর্তৃক ব্যাখ্যা কংগ্রেস মেনে নিয়েছে। এ ব্যাখ্যা মেনে নেয়ার জন্য ভাইসরয় কংগ্রেসকে অনুরোধ করেন। এ অনুরোধের পুরস্কার এভাবে দেয়া হলো যে গান্ধী ও নেহরু বাইসরয়কে অপসারণের জন্যে বৃটিশ সরকারের নিকটে তারবার্তা ও পত্র প্রেরণ করেন। উপায়ান্তর না দেখে ভাইসরয় কেবিনেট মিশন পরিকল্পনার অধীন গণপরিষদে যোগদানের জন্য ২০ শে নবেম্বর আমন্ত্রণ জানান। সংগে সংগেই জিন্নাহ এটাকে মারাত্মক ধরনের ভুল পদক্ষেপ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ভাইসরয় ভয়ংকর পরিস্থিতি ও তার বাস্তবতা উলব্ধি করতে ব্যর্থ হন এবং কংগ্রেসকে খুশী করার চেষ্টা করছেন। ৯ই ডিসেম্বর গণপরিষদের অধিবেশনে কোন লীগ প্রতিনিধি যোগদান করেন নি।

এরূপ পরিস্থিতিতে শেষ চেষ্টা করার উদ্দেশ্যে বৃটিশ সরকার দুজন কংগ্রেস এবং দুজন লীগ নেতাকে লন্ডন আমন্ত্রণ জানান। ভাইসরয়ের পরামর্শক্রমে একজন শিখ প্রতিনিধিকেও আমন্ত্রণ জানান হয়।

দুসরা ডিসেম্বর ১৯৮৭ লর্ড ওয়াভেল নেহরু জিন্নাহ লিয়াকত আলী খান এবং বলদেব সিং সহ লন্ডন যাত্রা করেন। চারদিন যাবত আলাপ আলোচনা চলে।

কংগ্রেস এবং লীগের মধ্যে মৌলিক মতপার্থক্য কেবিনেট মিশনের ১৬ই মে’র বিবৃতির ব্যাখ্যা নিয়ে অর্থাৎ প্রদেশগুলোর গ্রুপিং নিয়ে। কেবিনেট মিশন স্বয়ং সে ব্যাখ্যাই করে যা মুসলিম লীগের ব্যাখ্যা। কিন্তু নেহরু এ ব্যাখ্যা কিছুতেই মেনে নিতে রাজী হন না। চরম রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়।

কংগ্রেসের একগুঁয়েমি ও হঠকারিতার কারণে কোন আপোস মীমাংসা না হওয়ায় ৬ই ডিসেম্বর বৃটিশ সরকার এক বিবৃতি প্রকাশ করেন। বিবৃতির শেষ অনুচ্ছেদে বলা হয়, সর্বসম্মত কার্যধারার ভিত্তিতে কোন সিদ্ধান্ত ব্যতীত গণপরিষদের সাফল্য আশা করা যায় না। গণপরিষদ যদি এমন কোন সংবিধান রচনা করে যার রচনাকালে ভারতবাসীর বিরাট সংখ্যক লোকের কোন প্রতিনিধিত্ব নেই, তাহলে বৃটিশ সরকার এ ধরনের কোন সংবিধান অনিচ্ছুক জনগোষ্ঠীর উপর বলপূর্বক চাপিয়ে দিতে পারেনা।

সরকারের উপরোক্ত বিবৃতি এবং কেবিনেট মিশনের ২৫শে মে’র বিবৃতি কংগ্রেসের মধ্যে কোনরূপ পরিবর্তন আনতে ব্যর্থ হয়। নেহরু ও বলদেব সিং গণপরিষদে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ভারতে প্রত্যাবর্তন করেন। জিন্নাহ ও লিয়াকত আলী আরও কিছুদিন যুক্তরাজ্যে অবস্থান করেন। লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে জিন্নাহ বলেন, কংগ্রেস যদি ১৬ মে প্রকাশিত বিবৃতির বৃটিশ সরকারের ব্যাখ্যা দ্ব্যর্থহীন ভাষায় মেনে নেয়, তাহলে লীগ কাউন্সিলকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানাব। লন্ডনের এক বক্তৃতায় জিন্নাহ দেখিয়ে দেন যে পাকিস্তানের জনসংখ্যা পৃথিবীর যে কোন রাষ্ট্রের জনসংখ্যা অপেক্ষা অধিক। আমরা ভারতের তিন চুতর্থাংশের উপর কংগ্রেসের নিয়ন্ত্রণ মেনে নিচ্ছি। পাকিস্তান মেনে নিতে কংগ্রেসের আপত্তি এ জন্যে যে তারা সমগ্র ভারত চায়। তাহলে আমরা আর থাকি কোথায়? এখন সমস্যা এই যে, বৃটিশ সরকার কি তাদের বেয়নেটের বলে হিন্দুসংখ্যাগরিষ্ঠেত কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান? তা যদি হয় তাহলে বলব তোরা তোমাদের মানসম্ভ্রম, ন্যায়পরতা ও সুবিচার ও সাধু আচরনের সর্বশেষ কণাটুকুও হারিয়ে ফেলেছে। [Some Recent Writings of Mr. Jinnah, Vol 2-ed. By Jamiluddin Ahmad, (Lahore, Muhammad Ashraf 1947) –pp.496-508; Chowdhury Mohammad Ali The Emergence of Pakistan, pp.91-92)।

একদিকে ভারতে কংগ্রেস তীব্র কণ্ঠে দাবী করতে থাকে যে লীগ গণপরিষদে যোগদান না করলে তাদেরকে অন্তবর্তী সরকার থেকে বহিস্কার করা হোক, অপরদিকে বৃটিশ সরকারের ৬ই ডিসেম্বরের ঘোষণা অদূর ভবিষ্যতে এক নতুন রাজনৈতিক পট পরিবর্তনের ইংগিত বহন করে।

কেবিটেন মিষন সেক্রেটারিয়েটের সাথে সংশ্লিষ্ট ই, ডব্লিউ, আর লুম্বী বলেন, বৃটিশ সরকারের পক্ষ থেকে এই প্রথম ঘোষণা যে কেবিনেট মিশন পরিকল্পনা পরিহার করা হবে। ক্রিপস প্রস্তাবের পর এটাই ছিল প্রথম সরকারী ঘোষণা যার মধ্যে কোন না কোন প্রকারে পাকিস্তানের ইংগি আভার ছিল। হাউস অব কমন্সে ভাষণ দানকালে ক্রিপস সরকারী ঘোষণার শেষ অনুচ্ছেদে উল্লেখ করে স্পষ্ট ভাষায় বলেন, গণপরিষদে যোগদানের জন্যে লীগকে যদি সম্মত করা না যায়, তাহলে দেশের যে সব অঞ্চলে তারা সংখ্যাগরিষ্ঠ সেগুুলোকে কোন সিদ্ধান্ত দ্বারা বাধ্য করা যাবেনা। (E.W.R. Lumby, op.cit, p.129; I.H. Wuershi The Struggle for Pakistan, pp.184-

এখন একটা প্রশ্ন রহইলো এবং তা এই যে কংগ্রেস লীগকে সরকার থেকে বহিস্কার করে দেয়ার দাবীতে এতো অনমনীয় কেন। এর কারণ কয়েকটি। অন্তর্বর্তী সরকারকে কংগ্রেস জাতীয় সরকার বলে অভিহিত করতো এবং এর দায়িত্ব ছিল সামষ্টিক। নেহরুকে এ সরকারের প্রধানমন্ত্রী মনে রকা হতো। বৃটেনেও কংগ্রেসপন্থী ও বামপন্থী প্রেসগুলো একই সুরে একই গীত গাইতো। যেমন, দি নিউ স্টেটস ম্যান –এ সরকারকে সামষ্টিক দায়িত্বসম্পন্ন একটি কেবিনেট বলে অভিহিত করে যার প্রধানমন্ত্রী নেহরু –(7 September 1946)। ভারতে মাউন্ট ব্যাটেনের চীফ অব ষ্টাফ লর্ড ইসমে নেহরুকে ডেপুটি প্রাইম মিনিষ্টার বলে উল্লেখ করেন –(The Memories of General the Lord Ismay, London, 1960,p.418)। তার উক্তি ছিল অত্যন্ত হাস্যকর। কারণ নেহরুD y. Prime Minister হলে ভাইসরয় কি প্রধানমন্ত্রী ছিলেন?

লীগ কাউন্সিলারগণ নেহরুকে অন্তর্বর্তী সরকারের প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন একনকি নন-লীগ ব্লকের প্রধানও না। জিন্নাহ বলেন, অন্তর্বর্তী সরকার ভাইসরয়ের একজেকিউটিভ কাউন্সিল ব্যতীত আর কিছু ছিলনা। রাজনৈতিক দিক দিয়ে এটাকে পুনর্গঠিত করা হয়। ভাইসরয় তার বিশেষ ক্ষমতাসহ ছিলেন এর প্রধান। নেহরু শুধুমাত্র কাউন্সিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার কাজ ছিল ভাইসরয়ের অনুপস্থিতিতে শুধুমাত্র সভাপতিত্ব করা।  কাউন্সিলারদের অধিক কোন ক্ষমতা ও মর্যাদা তাঁর ছিলনা।

এতে নেহরুর অহমিকা ক্ষতবিক্ষত হয় যার জন্যে লীগকে বহিস্কারের অন্যায় আবদার করতে থাকেন। (I.H.Quershi: The Struggle for Pakistan, pp.282-283)।

Page 27 of 31
Prev1...262728...31Next

© Bangladesh Jamaat-e-Islami

  • আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
কোন ফলাফল নেই
সকল ফলাফল দেখুন
  • নীড়
  • সংক্ষিপ্ত পরিচিতি
  • বিভাগ ভিত্তিক
    • আল কুরআন
    • আল হাদিস
    • ফিকাহ
    • ঈমান
    • ইসলাম
    • পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক
    • আন্দোলন ও সংগঠন
    • সীরাত ও ইতিহাস
    • সীরাতে সাহাবা
    • মহিলাদের বিশেষ বই
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিবিধ
  • রুকন সিলেবাস
    • রুকন সিলেবাস (স্বল্প শিক্ষিত)
    • রুকন সিলেবাস (শিক্ষিত)
  • কর্মী সিলেবাস
  • বাৎসরিক পাঠ্যসূচি
    • বাৎসরিক পাঠ্যসূচি (শিক্ষিত)
    • বাৎসরিক পাঠ্যসূচি (স্বল্প শিক্ষিত)
  • উচ্চতর অধ্যয়ন
  • অডিও বই
  • অন্যান্য
    • দারসুল কুরআন
    • দারসুল হাদিস
    • আলোচনা নোট
    • বইনোট
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুলেটিন
    • স্মারক
    • ম্যাগাজিন
    • এপস
    • রিপোর্ট বই
    • ছাত্রী সিলেবাস

@BJI Dhaka City South