ইসলামী ব্যাংক, বীমা ও ফাইন্যান্সিং প্রতিষ্ঠান
বিগত চার দশকের বেশী সময় ধরে বিশ্বের মুসলিম দেশগুলোতে ইসলামী চেতনা ও জীবনবোধের যে পুনর্জাগরণ শুরু হয়েছে তার বাস্তব প্রতিফলন দেখা যায় ইসলামী সাহিত্য প্রকাশ ও ইসলামী সংগঠন প্রতিষ্ঠার পাশাপাশি সেসব দেশে সুদের বিরুদ্ধে গড়ে উঠেছে ইসলামী ব্যাংক, বীমা ও ফাইন্যান্সিং প্রতিষ্ঠান। এর ফলে ইসলামী জীবনাদর্শের কালজয়ী রূপেরই বহিঃপ্রকাশ ও প্রতিষ্ঠা ঘটেছে। প্রসঙ্গতঃ উল্লেখ্য, পৃথিবীর দেশে দেশে েইসলামী ব্যাংক ও ফাইন্যান্সিং প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে ইসলামী উন্নয়ন ব্যাংক অব্যাহতভাবে আর্থিক, প্রাতিষ্ঠানিক ও টেকনিক্যাল সহযোগিতা প্রদান করে আসছে।
ইসলামী ব্যাংকিংয়ের দার্শনিক ভিত্তি নির্মাণের পৃথিকৃত ছিলেন সাইয়েদ আবুল ‘আলা মওদূদী। এর জন্যে উপযুক্ত কর্মকৌশল উদ্ভাবন ও সনাতনী ব্যাংকের বিপরীতে সাফল্যের সম্ভাবনা বিষয়ে তাত্ত্বিক আলোচনা করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংক পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. এম. নেজাতুল্লাহ সিদ্দিকী ও ড. এম. উমার চাপরা। এছাড়া কয়েকজন খ্যাতনামা আন্তর্জাতিক ব্যক্তিত্বও তাঁদের মেধা শ্রম ও প্রভাব দিয়ে সহযোগিতা করে আসছেন বলিষ্ঠভাবে। এঁদের মধ্যে সবার আগে নাম করতে হয় মিশরের প্রখ্যাত চিন্তাবিদ ড. আবহম আবদুল আজীজ আল-নাজ্জারের। তাঁর পরেই রয়েছেন ড. যাকী বাদাউয়ী ও ড. সামী হাসান হামুদ। তাছাড়া রয়েছেন সউদী আরবের রাজপরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য প্রিন্স মুহাম্মদ আল-ফয়সাল আল-সউদ এবং দাল্লাহ আল-বারাকা গ্রুপের চেয়ারম্যান শেখ সালেহ আবদুল্লাহ কামেল। প্রসঙ্গতঃ উল্লেখ্য, বিশ্বের অনততঃ পঁচিশটিরও বেশী দেশে আলাদাভাবে অথবা যুগপৎ প্রিন্স ফয়সাল ও শেখ সালেহ কামেলের প্রচেষ্টায় ইসলামী ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছে।
এসব প্রতিষ্ঠানের সাফল্য দেশে উৎসাহিত হয়েছেন অমুসলিম দেশের সংখ্যালঘু মুসলিমরাও। তাদের আগ্রহ ও প্রচেষ্টায় সেসব দেশেও ধীরে ধীরে একটি দুটি করে ইসলামী ব্যাংক ও ফাইন্যান্সিং প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দুঃখের বিষয়, এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি ছাড়া সিংহভাগ প্রতিষ্ঠানের নাম অধিকাংশেরই অজানা। সেই সীমাবদ্ধতা দূর করার উদ্দেশ্যে মুসলিম ও অমুসলিম মিলিয়ে ৪৭টি দেশের প্রায় তিন শয়ের মতো ইসরামী ব্যাংক, বীমা ও অনুরূপ ফাইন্যান্সিং প্রতিষ্ঠানের একটা তালিকা এখানে সন্নিবেশ করা হলো। [দ্রষ্টব্য: সারণী-৩] তবে এই তালিকাও সম্পূর্ণ নয়। কারণ এই তালিকা তৈরীর পরও বিভিন্ন দেশে ইসলামী ব্যাংক ও অন্যান্য ইসলামী আর্থিক প্রতিষ্ঠান কার্যকম শুরু করেছে যেগুলোর তথ্য পাওয়া সম্ভব হয়নি।
একই সাথে ইসলামী ব্যাংকসমূহের সাফল্যেরও একটি সংক্ষিপ্ত চিত্র দেওয়ার চেষ্টা করা হলো। সারণী-১ হতে আরব বিশ্বে যতগুলো সুদী ও ইসলামী ব্যাংক চালু রয়েছে সেগুলো শীর্ষস্থানীয় একশত ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক কি ধরনের গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতে পেরেছে তা সহজেই অনুধাবন করা যাবে।
সারণী–১
একশটি শীর্ষ আরব ব্যাংকেরমধ্যে ইসলামী ব্যাংকের অবস্থান, ১৯৯১
[মোট সম্পদ (র্যাংক-১) ও মূলধনের (র্যাংক-২) বিচারে]
দেশ | ব্যাংক | র্যাংক-১ | র্যাংক-২ |
সউদী আরব | আল-রাজহী ব্যাংকিং এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন | ১১ | ৭ |
মিশর | ফয়সাল ইসলামীব্যাংক | ৩৪ | ৪০ |
ইউ.এ.ই | দুবাই ইসলামী ব্যাংক | ৪৭ | ৫১ |
তিউনিসিয়া | রাইত এত-তামওয়ীল আল-সউদী আল-তিউনিসি | – | ৬৩ |
কাতার | কাতার ইসলামী ব্যাংক | ৬৩ | ৫৭ |
জর্দান | জর্দান ইসলামিক ব্যাংক ফর ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট | ৭০ | ৯২ |
উৎস: Top 100 Arab Banks, Al-Iktissad Wa Al-Aamal, দুবাই, সেপ্টেম্বর ১৯৯২
উপরের সারণী হতে দেখা যাচ্ছে সউদীআরবের আল-রাজহী ব্যাংকিং এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন মোট সম্পদরে বিচারে (র্যাংক-১) ১১ শ ও মোট মূলধনের (র্যাংক-২) বিচারে ৭ম স্থান অধিকার করেছে। এরপরেই রয়েছে মিশরের ফয়সল ইসলামী ব্যাংক। র্যাংক-১ অনুসারে এর অবস্থান ৩৪তম এবং র্যাংক-২ অনুসারে ৪০তম।
অনুরূপভাবে আরব বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক ক্ষেত্রে জাতীয় গুরুত্ব বিচারে সুদী ও ইসলামী ব্যাংকগুলো কি অবস্থানে রয়েছে তারও একটা আকর্ষণীয় চিত্র পাওয়া যাবে সারণী-২ হতে।
এই সারণী হতে দেখা যাচ্ছে মোট সম্পদ ও মূলধনের বিচারে কাতারে সে দেশের সকল ধরনের ব্যাংকের মধ্যে কাতার ইসলামী ব্যাংক শীর্ষ স্থানটির প্রায় কাছাকাছি রয়েছে। এরপরেই রয়েছে জর্দান ইসলামিক ব্যাংক ফর ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট। এই ব্যাংকটি জর্দানের সকল ধরনের ব্যাংকের মধ্যে র্যাংক-১ অনুসারে ৩য় এবং র্যাংক-২ অনুসারে ৪র্থ স্থানে রয়েছে। সুদী ব্যাংকগুলোর মুকাবিলায় ইসলামী ব্যাংকসমূহের এই অবকস্থান নিঃসন্দেহে মর্যাদাপূর্ণ ও গৌরবময়।
সারণী–২
ইসলামী ব্যাংকের জাতীয় গুরুত্ব, ১৯৯১
[মোট সম্দ (র্যাংক-১) ও মূলধনের (র্যাংক-২) বিচারে]
দেশ | ব্যাংক | র্যাংক-১ | র্যাংক-২ |
কাতার | কাতার ইসলামী ব্যাংক | ৩ | ২ |
জর্দান | জর্দান ইসলামিক ব্যাংক ফর ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট | ৩ | ৪ |
সউদী আরব | আল-রাজহী ব্যাংকিংস এন্ট ইনভেস্টমেন্ট কর্পোরেশন | ৪ | ২ |
মিশর | ফয়সল ইসলামী ব্যাংক | ৬ | ৭ |
তিউনিসিয়া | বাইত এত-তামওয়ীল আল-সউদী আল-তিইনিসি | ||
ইউ.এ.ই | দুবাই ইসলামী ব্যাংক | ৭ | ৯ |
উৎস: Top 100 Arab Banks, Al-Iktissad Wa Al-Aamal, দুবাই, সেপ্টেম্বর ১৯৯২
পাকিস্তানে রাষ্ট্রীয় উদ্যোগেই পর্যায়ক্রমে ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু হয়। প্রথম পর্যায়ে ১৯৭৯ সালে দেশের উন্নয়নধর্মী ও বিশেষ ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটিশানগুলো এর আওতায় আনা হয়। পরবর্তী পর্যায়ে দেশীয় মালিকানীধন ব্যাংকসমূহ জানুয়ারী, ১৯৮১ হতে ডিসেম্বর, ১৯৮৩ সালের মধ্যে সুদমুক্তকরণ প্রক্রিয়ার আওতায় আসে। ১৯৮৫ সালে ৩০শে জুন সমগ্র ব্যাংক ব্যবস্থার সুমদুমুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই অনুসারে প্রথম পর্যায়ের ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সারণী-৩এ ক-গ্রুপভুক্ত করে দেখানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ব্যাংকগুলোকে খ-গ্রুপের আওতায় দেখানো হয়েছে।
ইরানের সামগ্রিক ব্যাংকিং কাঠামোরই ইসলামীকরণ করা হয়েছে ১৯৭৯ সালে ইসরামী বিপ্লবের পর। কেন্দ্রীয় ব্যাংক কঠোরভাবে এর পরিচালনা ও তদারকী করছে। সুদানের ইসলামী ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে প্রধানতঃ লাভ-লোকসানের অংশীদারী নীতির ভিত্তিতে। ইন্দোনেশিয়ার ইসলামী ব্যাংকগুলো প্রধানতঃ গ্রামীন পর্যায়ের এবং ক্ষুদ্র আকারের। ব্যাংকগুলো সে দেশে ব্যাপক জনসমর্থন লাভে সমর্থ হয়েছে। সাফল্যের বিচারে মুসলিম দেশসমূহের এসব ব্যাংক নিজ নিজ দেশের সুদী ব্যাংকসমূহের তুলনায় কোন অংশেই পিছিয়ে নেই। বরং প্রতিযোগিতায় কোন কোন ক্ষেত্রে স্ব স্ব দেশের ব্যাংকিং সেক্টরে শীর্ষ স্থানটি অধিকার করে রয়েছে। বাংলাদেশ তার অন্যতম উদাহরণ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড স্বীয় যোগ্যতা বলেই একাধিকবার দেশের ব্যাংকিং সেক্টরে শীর্ষ স্থান অধিকার করেছে। (দ্রষ্টব্য: বাংলাদেশে ইসলামী ব্যাংকিং শীর্ষক প্রবন্ধ।)
সারণী–৩
ইসলামী ব্যাংক, বীমা ও ফাইন্যান্সিং প্রতিষ্ঠানসমূহের তালিকা
দেশের নাম | প্রতিষ্ঠানের নাম | প্রতিষ্ঠা বছর |
ক. মুসলিম দেশসমূহ | ||
১. আফগানিস্তান | ইসলামিক ব্যাংক আফগানিস্তান | ১৯৯৩ |
২. আলজিরিয়া | ব্যাংক আল-বারাকা দ্য আলজেরি | ১৯৯১ |
৩. আলবেনিয়া | আরব ইসলামিক ব্যাংক অব আলবেনিয়া | ১৯৯৪ |
৪. ইরাক | ইসলামিক ব্যাংক ফর ইনভেস্টমেন্ড এন্ড ডেভেলপমেন্ট | ১৯৯৩ |
৫. ইরান | ব্যাংক মিল্লি ইরান
ব্যাংক কেশাভারজি বাংক মাছকান ইরান ব্যাংক সাদারাত ইরান (পূর্বের ব্যাংক সাদারাত ভা মাদান) ব্যাংক সিপাহ ব্যাংক তিজারাত, তেহরান |
১৯৭৯
১৯৭৯ ১৯৭৯ ১৯৭৯
১৯৭৯ ১৯৭৯ |
৬. ইন্দোনেশিয়া | ব্যাংক মুয়ামালাত ইন্দোনেশিয়া
বিপিআর আমানাহ উম্মাহ বিপিআর আমানাহ রব্বানিয়া বিপিআর আর্থা কারিমাহ ইরসায়দী বিপিআর বাবুস সালাম বিপিআর বায়তু নিয়াজা ইনসানি বিপিআর বায়তুর বেরকাহ জেমাদানা বিপিআর বাইতুর রিদ্দাহ বিপিআর রেকাহ আমল সেজাহতেরা বিপিআর বিনা আমওয়ানুল হাসানাহ বিপিআর দানা মারধাতিল্লাহ বিপিআর দানা তিজারাহ বিপিআর হারেউকাত বিপিআর হার্তা ইনসান কারিমাহ বিপিআর ইখওয়ানুল উম্মাহ বিপিআর ইনতি রাক্কাত বিপিআরআর মারজিরিজকি বাহাগিয়া বিপিআর কিরাদাহ বিপিআর শরীয়াহ সালে আর্থা বিপিআর শরীয়াহ বানগুন দারাজাত ওয়ারযা বিপিআর শরীয়াহ মেনতার বিপিআর উসওয়াতুন হাসানাহ |
১৯৯২
– – – – – – – – – – – – – –
– – – – – – |
৭. কাজাখস্তান | আল-বারাকা কাজাখস্তান ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক
ন্যাশনাল ইসলামিক ব্যাংক |
১৯৯১ |
৮. কাতার | ইসলামিক এক্সচেঞ্জ এ্যাণ্ড ইনভেষ্টমেন্ট কোম্পানী
ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী কাতার কাতার ইসলামিক ব্যাংক কাতার ইন্টারন্যাশনাল ইসলামিক ব্যাংক আল-জাযিরা ইনভেস্টমেন্ট কোম্পানী |
১৯৮০
১৯৮৩ ১৯৮৩ ১৯৯০ |
৯. কিবরিজ তুর্কী প্রজাতন্ত্র | ফয়সাল ইসলামিক ব্যাংক অব কিবরিজ | ১৯৮২ |
১০. কুয়েত | কুয়েত ফাইন্যান্স হাউস, সাফাত
ইসলামিক ফাইন্যান্স |
১৯৭৭
১৯৮৮ |
১১. গাম্বিয়া | ইসলামিক ব্যাংক অব গাম্বিয়া | ১৯৮৪ |
১২. গিনি | ব্যাংক ইসলামিক দ্যা গিনি
মাছারাফ ফয়সাল আল-ইসরামী ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী |
১৯৮৩
১৯৮৪ ১৯৮৪ |
১৩. জর্দান | জর্দান ইসলামিক ব্যাংক ফর ফাইন্যান্স এ্যাণ্ড ইনভেস্টমেন্ট
ইসলামিক ফাইন্যান্স হাউজ, আম্মান ন্যাশনাল ইসলামিক ব্যাংক জর্দান ফাইন্যান্স হাউস, আম্মান বাইত আল-মাল সেভিংস এ্যাণ্ড ইনভেস্টমেন্ট কোম্পানী |
১৯৭৮
১৯৮১ ১৯৮৮ ১৯৮৮ ১৯৮৮ |
১৪. জিবুতি | ব্যাংক আল-বারাকা জিবুতি | ১৯৯০ |
১৫. তিউনিসিয়া | বাইত এত-তামওয়ীল আল্-সউদী আল্-তিউনিসি | ১৯৮৩ |
১৬. তুরস্ক | ফয়সাল ফাইন্যান্স ইনস্টিটিউশন
আল-বারাকা টার্কিস ফাইন্যান্স হাউস টার্কিশ-কুয়েত ফাইন্যান্স হাউস ফয়সাল ফরেন ট্রেড এ্যান্ড মার্কেটিং কোম্পানী ফয়সাল রিয়াল এস্টেট কনস্ট্রাকশান এ্যান্ড ট্রেডিং কোম্পানী |
১৯৮৫
১৯৮৯ ১৯৮৯ – – |
১৭. নাইজার | ব্যাংক ইসলামিক দ্যা নাইজার
ফয়সাল ইসলামিক ব্যাংক অব নাইজার ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী |
১৯৮৩
১৯৮৪ ১৯৮৪ |
১৮. পাকিস্তান (ক)
(খ)
(গ)
(ঘ) |
ন্যাশনাল ইনভেস্টমেন্ট ট্রাস্ট
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব পাকিস্তান হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দি ব্যংকার্স ইকুইটি লিমিটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ইসলামিক মুদারাবা কোম্পানী মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ইউনাইটেড ব্যাংক লিমিটেড হাবিব ব্যাংক লিমিটেড এ্যালায়েড ব্যাংক অব পাকিস্তান লিমিটেড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তান আশকারী কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ব্যাংক অব খাইবার ব্যাংক অব পাঞ্জাব দোহা ব্যাংক লিমিটেড ফেডালের ব্যাংক অব কোঅপারেটিভস এমিরেটস ব্যাংক ইন্টারন্যাশনাল হাবিব ক্রেডিট এ্যান্ড এক্সচেঞ্জ ব্যাংক লিমিটেড ইনডাজ ব্যাংক লিমিটেড ইন্ডাসট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এ্যান্ড কমার্শিয়াল ব্যাংক লি. মাশরিক ব্যাংক লিমিটেড মেহরান ব্যাংক লিমিটেড মেট্রোপলিটন ব্যাংক লিমিটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট লিজিং কর্পোরেশন পাক-কুয়েত ইনভেস্টমেন্ট কোং লিমিটেড পাক-লিবিয়া হোল্ডিং কোম্পানী লিমিটেড প্রাইম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড প্রুডেন্সিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড পাঞ্জাব প্রভিন্সিয়াল কোঅপারেটিভ ব্যাংক লি. রিজিওনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এ বি এন আমরো ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এ. এন. জেড. গ্রীন্ডলেজ ব্যাংক ব্যাংক অব আমেরিকা ব্যাংক অব টোকিও ব্যাংক ইন্দোসুয়েজ বালোন ব্যাংক চেজ ম্যানহাট্টান ব্যাংক সিটি ব্যাংক ডয়েশ ব্যাংক হাবিব ব্যাংক এ. জি. জুরিখ হংকং ক্রেডিট এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন রূপালী ব্যাংক ফার্ট উওমেনস ব্যাংক লিঃ প্যান-আফ্রিকান ব্যাংক লিঃ সোসিয়েট জেনারেল দ্য ফ্রেন্স এ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংক স্ট্যান্ডার্ড চার্চার্ড ব্যাংক আল-তওকিক ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড আল-বারাকা ইনভেস্টমেন্ট ব্যাংক, লাহোর সোনেরি ব্যাংক লিমিটেড ব্যাংক আল-হাবিব ইউনিয়ন ব্যাংক, ফয়সালাবাদ] আল-ফয়সাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড |
১৯৭৯
১৯৭৯ ১৯৭৯ ১৯৭৯ ১৯৭৯ ১৯৮০ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৮৫ ১৯৯০ ১৯৯০ ১৯৯১ ১৯৯১ ১৯৯১ ১৯৯১ |
১৯. প্যালেস্টাইন | ইসলামিক ব্যাংক ফর ওয়েস্ট ব্যাংক
দি ইসলামিক আরব ব্যাংক, গাজা |
১৯৯৪
১৯৯৫ |
২০. বাংলাদেশ | ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
আল-বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড (বর্তমানে দি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড) আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক শামিল ব্যাংক অব বাহরাইন এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ প্রাইম ব্যাংক (ইসলামী শাখা) সাউধ ইষ্ট ব্যাংক লি. (ইসলামী শাখা) ইসলামিক ফাইন্যান্স এণ্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী ফার ইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স প্রাইম লাইফ ইন্স্যুরেন্স (ইসলামী শাখা) পপুলার লাইফ ইন্স্যুরেন্স (ইসলামী শাখা) রূপালী লাইফ ইন্স্যুরেন্স (ইসলামী শাখা) |
১৯৮৩
১৯৮৭
১৯৯৫ ১৯৯৫ ২০০১ ২০০১ ২০০৪ ১৯৯৫ ২০০৩ ২০০১ ২০০০ ২০০০ ২০০১ ২০০২ ২০০১ ২০০১ ২০০২ |
২১. বাহরাইন | বাহরাইন ইসলামিক ব্যাংক, মানামা
ফয়সাল ইনভেস্টমেন্ট ব্যাংক অব বাহরাইন ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী ফয়সাল ইসলামিক ব্যাংক অব বাহরাইন শিরকাত আল-তাকাফুল আল্-ইলামীয়া ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী অব দ্য গালফ আল-বারাকা ইসলামিক ব্যাংক, বাহরাইন ইসলামিক ট্রেডিং কোম্পানী গালফ ইন্টারন্যাশনাল ব্যাংক ইসলামিক ইন্স্যুরেন্স এ্যান্ড রি-ইন্সুরেন্স কোম্পানী আল-আমীন সিকিউরিটিজ কোম্পানী, মানামা আরব ইসলামী ব্যাংক আল-তৌফিক কোম্পানী ফর ইনভেস্টমেন্ট ফান্ড আল-গোসাইবী ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিঃ, মানামা ইসলামিক ব্যাংক বাহরাইন ফয়সাল সিকিউরিটিজ এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইসলামিক লিজিং কোম্পানী |
১৯৭৯
১৯৮১ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৪ ১৯৮৪ – ১৯৮৫ ১৯৮৭ ১৯৮৭ ১৯৯০ ১৯৯- ১৯৯৫ ১৯৯৫ – – |
২২. ব্রুনাই | পারবাদানন তাবুং আমানহ ইসলাম ব্রুনাই
ইসলামিক ব্যাংক অব ব্রুনাই বেরহাদ তাকাফুল (টি. এ. আই. বি.) সেনদিরিন বেরহাদ তাকাফুল (আই. বি. বি.) সেনদিরিন বেরহাদ |
–
১৯৯৩ – – |
২৩. মরক্কো | ব্যাংক আল-আক্বীদাহ | ১৯৮৫ |
২৪. মালয়েশিয়া | লেমবাগা উরুসান তান তাবুং হাজী
ব্যাংক ইসলাম মালয়েশিয়া বেরহাদ শিরকাত তাকাফুল মালয়েশিয়া সেনদিরিন বেরহাদ দাল্লাহ আল-বারাকা মালয়েশিয়া শিরকাত আল-ইজারা সেনদিরিয়ান বেরহাদ মালয়ান ব্যাংকিং বেরহাদ ব্যাংক কেরজাছামা রাকায়াত মালয়েশিয়া বি. আই. এম. বি. ইউনিট ট্রাস্ট ম্যানেজমেন্ট বেরহাদ বি. আই. এম. বি সিকিউরিটিজ সেনদিরিন বেরহাদ |
১৯৬৩
১৯৮৩ ১৯৮৪ ১৯৯১ ১৯৯৪ – ১৯৯৪ – – |
২৫. মালি | মাছারাফ ফয়সাল আল-ইসলামী | ১৯৯৪ |
২৬. মিশর | নাসের সোস্যাল ব্যাংক
ফয়সাল ইসলামিক ব্যাংক অব ইজিপট আরব ইনভেস্টমেন্ট ব্যাংক, কায়রো ব্যাংক মিশর (ইসলামী শাখাসমূহ) আরব ইন্স্যুরন্স কোম্পানী ইসলামিক ইন্টারন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট, কায়রো ইসলামিক ইনভেস্টমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট কোং ইজিপসিয়ান সউদী ফাইন্যান্স ব্যাংক আল-সালাম ইনভেস্টমেন্ট কোম্পানী |
১৯৭১
১৯৭৭ – ১৯৮০ ১৯৮০ – ১৯৮০ – ১৯৮৩ ১৯৮৮ |
২৭. মৌরিতানিয়া | ব্যাংক ইসলামিক আল-বারাকা মৌরিতানিয়ান | ১৯৮৫ |
২৮. লেবানন | আল-বারাকা ব্যাংক, বৈরুত | – |
২৯. সউদী আরব | ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক
ইসলামী আরব ইন্স্যুরেন্স কোম্পানী আল-বারাকা ইনভেস্টমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানী আল-রাজহী ব্যাংক এ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন |
১৯৭৫
১৯৭৯ ১৯৮২ ১৯৮৪ |
৩০. সংযুক্ত আরব আমীরাত | দুবাই ইসলামী ব্যাংক
ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী অব দি গালফ, শারজাহ আবু ধাবী ইসলামী ব্যাংক ইসলামিক আরব ইনস্যুরেন্স কোম্পানী |
১৯৭৭
১৯৮০ – – |
৩১. সেনেগাল | ফয়সাল ইসলামিক ব্যাংক
ব্যাংক ইসলামিক দ্য সেনেগাল ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী মাছরাফ ফয়সাল আল-ইসলামী |
১৯৮৩
১৯৮৪ ১৯৮৪ – |
৩২. সুদান | ফয়সাল ইসলামিক ব্যাংক অব সুদান
ইসলামিক ইনস্যুরেন্স কোম্পানী এগ্রিকালচারাল ব্যাংক অব সুদান আল-বারাকা ব্যাংক, খার্তুম সুদানীজ ইসলামিক ব্যাংক আল-শামিল ইসলামী ব্যাংক ইসলামিক কোঅপরেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক ইসলামিক ব্যাংক ফর ওয়েস্টার্ন সুদান ব্যাংক অব খার্তুম গ্রুপ আল-তাদামন ইসলামিক ব্যাংক আল-বারাকা ইনস্যুরেন্স কোম্পানী ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী ব্লু নাইল ব্যাংক সিটি ব্যাংক কোঅপরেটিভ ইসলামিক ব্যাংক ফর ডেভেলপমেন্ট এল-নাইল ইন্ডাসট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক ফারমার্স ব্যাংক ফর ইনভেস্টমেন্ট এ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হাবিব ব্যাংক ফর ইনভেস্টমেন্ট এ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হাবিব ব্যাংক লিমিটেড তাদামন ইসলামিক কোম্পানী ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট লিঃ তাদামন ইসলামিক কোম্পানী ফর ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট তাদামন এক্সচেঞ্জ এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইসলামিক ট্রেডিং সার্ভিসেস কোম্পানী ফয়সাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানী ইসলামিক ডেভেলপমেন্ট কোম্পানী ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী ন্যাশনাল ব্যাংক অব সুদান ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক ওমদুরমান ন্যাশনাল ব্যাংক আল-সাফা ইনভেস্টমেন্ট এ্যান্ড ক্রেডিট ব্যাংক সউদী সুদানীজ ব্যাংক মাশরিক ব্যাংক সুদানীজ ফ্রেন্স ব্যাংক সুদানীজ এস্টেট ব্যাংক সুদান কর্মার্শিয়াল ব্যাংক সুদানীজ সেভিংস ব্যাংক ওয়ার্কারস ন্যাশনাল ব্যাংক |
১৯৭৭
১৯৭৯ – ১৯৮৩ ১৯৮৩ ১৯৮৩ – ১৯৮৩ ১৯৮৩ – ১৯৮৪ ১৯৮৪ – – – – – – – – – – – – – – – – – – – – — – – – – |
খ. অমুসলিম দেশসমুহ | ||
১. আর্জেন্টিনা | ইসলামিক প্যান আমেরিকান ব্যাংক | – |
২. জার্মানী | আল-বারাকা ইনভেস্টমেন্ট কোম্পানী, ফ্রাংকফুর্ট | – |
৩. ডেনমর্ক | ফয়সাল ইন্টারন্যাশনাল ব্যাংক অব ডেনমার্ক | ১৯৮৩ |
৪. থাইল্যান্ড | এ্যারাবিয়ান-থাই ইন্টারন্যাশনাল কোম্পানী | ১৯৮৩ |
৫. দক্ষিণ আফ্রিকা | ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী
আল-বারাকা ব্যাংক লিমিটেড, ডারবান |
১৯৮৮
‘৯৮৮ |
৬. ফিলিপাইন | আমানাহ ব্যাংক, জামবোয়াংগো | ১৯৮২ |
৭. বাহামা | ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী অব গালফ
দার আল-মাল আল্-ইসলামী আফ্রিকান-আমেরিকান ইসলামিক ব্যাংক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেডিং লিমিটেড ফয়সাল ইসলামী ব্যংক, বাহামা ইসলামিক তাকাফুল এ্যান্ড রি-তাকাফুল কোম্পানী |
১৯৭৭
১৯৮০ – – ১৯৮৩ ‘৯৮৩ |
৮. ভারত | আল-আমীন ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কোম্পানী
আল-বারাকা ফাইন্যান্স হাউজ, মুম্বাই ইত্তেফাক ইনভেস্টমেন্ট লিঃ, মুম্বাই ফালাহ ইনভেস্টমেন্ট লিঃ মুম্বাই আমানাহ ব্যাংক, ব্যাঙ্গালোর |
১৯৮৬
১৯৯১ – – – |
দার আল-মাল ইনভেস্টমেন্ট সার্ভিসেস
আল-বারাকা ব্যাংকর্কপ, টেক্সাস আল-বারাকা ব্যাংকর্কপ, ক্যালিফোর্নিয়া আল-আমীন ব্যাংকর্কপ, শিকাগো |
–
১৯৮৭ ১৯৮৭ ১৯৮৯ |
|
১০. যুক্তরাজ্য | আল-রাজহী কোম্পানী ফর ইসলামিক ইনভেস্টমেন্ট
ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী ইসলামিক ফাইন্যান্স হাউজ ফার্স্ট ইন্টারেস্ট-ফ্রি ফাইন্যান্স কনসার্টিয়াম মাছারাফ ফয়সাল আল-ইসলামী আরব ইনসুরেন্স কোম্পানী দাল্লাহ আল-বারাকা ইনভেস্টমেন্ট কোম্পানী আল-বারাকা ইন্টারন্যাশনাল ব্যাংক লিঃ তাকাফুল. ইউ.কে. লিমিটেড উম্মাহ ফাইন্যান্স হাউস |
১৯৮০
১৯৮২ ১৯৮২ ১৯৮২ ১৯৮২ ১৯৮২ ১৯৮৩ ১৯৮৪ ১৯৯৫ – |
১১. লিখেনস্টাইন | আরিনকো আরব ইনভেস্টমেন্ট কোম্পানী
আই বি এস ফাইন্যান্স |
|
১২. লুক্সেমবার্গ | ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং
ইসলামিক তাকাফুল কোম্পানী ফয়সাল হোল্ডিং, লুক্সেমবার্গ |
১৯৮৭
১৯৮৩ – |
১৩. শ্রীলংকা | সেরেনদীপ ব্যাংক লিমিটেড | – |
১৪. সাইপ্রাস | ফয়সাল ইসরামিক ব্যাংক অব সাইপ্রাস
কিবরিজ ইসলামী ব্যাংক, লেফকোসা, নিকোশিয়া |
১৯৮২
– |
১৫. সুইজারল্যান্ড | শরীয়াহ ইনভেস্টমেন্ট সার্ভিসেস
ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানী দার আল-মাল আল-ইসলামী ফয়সাল ফাইন্যান্স সুইজারল্যান্ড তাকওয়া ব্যাংক |
১৯৮০
১৯৮৪ ১৯৮৪ ১৯৯০ – |
‘-’ = প্রতিষ্ঠার বছর জানা যায়নি।
সারণীটি তৈরী করতে প্রভূত সহায়তা পেয়েছি আমার প্রাক্তন ছাত্র জনাব আবদুল আওয়াল সরকারের (যুগ্ন পরিচালক, গবেষণা বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ঢাকা) তৈরী তথ্যপঞ্জী হতে। উপরন্তু M. Fahim Khan (ed.) Islamic Financil Institutions (Jeddah: IRTI/IDB, 1996) এবং Bankers’ Almanac থেকেও যথেষ্ট উপকৃত হয়েছি।