ষষ্ঠ অধ্যায়ঃ স্থাপত্য ও আসবাপত্র
মুসলমানদের বাসগৃহ
১. বসতবাড়ি হচ্ছে জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রয়োজন। এটা অপরিহার্য। এর অর্থ এ নয় যে, মুসলমানরা কারুকার্যময় বিষয়ে নিজেদের সংশ্লিষ্ট করে চমৎকা ভবন নির্মাণে বিপুল অংকের অর্থ ব্যয় করবে। বাসগৃহের মূল উদ্দেশ্য হচ্ছে এর বাসিন্দাদের আবহাওয়ার প্রতিকুলতা থেকে রক্ষা করা এবং প্রয়োজনীয় একান্তে থাকার নিশ্চয়তা বিধান করা।
২. শয়নকক্ষ দু’ধরনের হতে হবে- একটি থেকে অন্যটি পৃথক হবে, একটি পিতামাতারজন্য, অন্যটি ছেলেমেয়েদের জন্য। ১০ বছর বয়স থেকে ছেলেমেয়েরা পৃথক পৃথক ভাবে শয়ন করবে।
৬. মুসলিম মহিলারা সাধারণ গোসলখানায় গোসল করতে পারেনা বলে বাড়িতে স্বতন্ত্র গোসলখানা রাখতে হবে।
৪.গোসলখানা থেকে পায়খানা পৃথক হলে ভাল হয়।
আসবাবপত্র
১. মুসলমানদের বাসগৃহে আসবাবপত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছেঃ অনাড়ম্বর ও অপরিহার্যতা। বিলাসী জীবন যাপন করা হলে তা কার্যতঃ সার্বিকভাবে ব্যক্তি ও জাতির নৈতিকতা ও আচরণের প্রতি মারাত্মক পতিক্রিয়ার সৃষ্টি করে।
২. আসবাবপত্র হবে মধ্যম মূল্যের।
৩. বাহুল্য ব্যয় এড়াতে জানালার আকার অনুসারে পর্দা তৈরি করতে হবে।
৪. গৃহের আসবাপত্র, টেবিলের সরঞ্জাম অথবা কোন উপকরণের ক্ষেত্রে স্বর্ণ বা রৌপ্য ব্যবহার করা যাবে না।
মুসলমানদের বাসগৃহে প্রাণীজাতীয় কোন মূর্তি রাখা চলবেনা। জীবন্ত প্রাণীর কোন প্রতীক রাখা ইসলামে নিষিদ্ধ।
৬. বৃক্ষের ন্যায় চেতনাহীন জিনিসের ছবি বা প্রতীক রাখা যেতে পারে।
৭. অমুসলমানদের মালিকানায় ছিল বা এখনও আছে, এমন পাত্র ব্যবহার না করার বিকল্প না থাকলে সেগুলো ব্যাপকভাবে পরিষ্কার করতে হবে।
৮. বাসগৃহে কুকুর রাখা যাবেনা। শুধু প্রহরা অথবা শিকারের উদ্দেশ্য ছাড়া কুকুর পালন করা অনুচিত। কুকুরকে বাড়ির ভেতর প্রবেশ করতে দেয়া উচিত নয়।
বসতবাড়ি পরিচ্ছন্ন রাখা
১. পরিচ্ছন্ন বসতবাড়ি এবং আনন্দদায়ক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনা বাড়ির বাইরে রাখতে হবে যাতে করে বাড়ির বাসিন্দা ও আগত লোকজন দুর্গন্ধে অতিষ্ট না হয়।
৩. বাড়ির প্রাঙ্গণ, প্রবেশ পথ ও বাগানের পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিতে হবে। অনৈসলামিক কুসংস্কারে মুসলমানদের প্রভাবিত হওয়া উচিত নয়; যেমন রাতের বেলায় বাড়ি পরিচ্ছন্ন রাখায় জ্বীনদের অসুবিধা হয় বা গরিব হতে হয় অথবা বাড়ির কোন এক ব্যক্তি সফরে রওনা হয়ার পর বাড়ি পরিষ্কার রাখলে ঐ ব্যক্তির ক্ষতি হয়- ইত্যাদি।
অলংকার ও সৌন্দর্য
ইসলামি আদবের সাধারণ নীতিমালা তথা সৌন্দর্য ও পরিচ্ছন্নতার নীতি, ব্যয় নির্বাহের ক্ষেত্রে মিতব্যয়ীতা প্রভৃতি অনুসরণ ও বাস্তবায়নের ফলে মুসলমানরেদ বাসগৃহের বৈশিষ্ট্য হবে পরিপারি, পরিচ্ছন্ন, অনাড়ম্বর, রুচিশীল পরিবে ও শালীনতাবোধসম্পন্ন।
বাড়িতে নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা
ঘুমাবার আগে ইসলাম নিম্নলিখিত কাজ সম্পাদনের পরামর্শ দেয়ঃ
১. সমস্ত দরজা বন্ধ করা হয়েছে।
২. খাবার পাত্র ও পানির পাত্রগুলো ঢাকা হয়েছে।
৩. আগুনের সবরকম উৎস যেমন গ্যাস, কুকার নিভিয়ে দেওয়া হয়েছে।